আজহারুল ইসলাম সাদী সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার পল্লীতে নাবালিকা কিশোরী অপহরণের অভিযোগে সদর থানা পুলিশ ২ জনকে আটক করেছে।
তথ্যানুসন্ধানে জানাগেছে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন মোঃ ফয়জুল্লা মোল্যা সাতক্ষীরা সদর থানায় ১০ম শ্রেণী পড়ুয়া তার নাবালিকা কন্যা অপহরণের দায়ে ১/বৈকারী গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মোঃ সাইফুল ইসলাম ২/মৃত্যু কফিলউদ্দিন এর ছেলে আছাফুর রহমান ৩/হায়দার আলির ছেলে আবু জাহিদ ও সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ শিল্পী কে আসামী করে একটি এজাহার দাখিল করেন।
এজাহার দায়ের করা ফয়জুল্লা মোল্লা থানার পাশাপাশি তার কন্যা অপহরণের বিষয় টি সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি “বেস্ট টিম” কে কাঁন্না জড়িত কন্ঠে অবহিত করেন,যার ফলে বেস টিম
এর সহযোগিতায় সাতক্ষীরা সদর থানা পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণে যানা যায় মোঃ ফয়জুল্লা মোল্লার কন্যা রাবেয়া খাতুন (১৭) কে দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রামের আছাফুর রহমানের ছেলে বখাটে আবু সুফিয়ান (২৪) প্রায়ই উত্যক্ত করতো যার ফলে বিষয়টি আছাফুরের আত্নীয়দের জানালেও কোন প্রতিকার পান নাই এমতবস্থায় বখাটে আছাফুর রহমান অন্য একটি ধর্ষণ মামলায় আটক হয় আর তার বোবাইল ফোনটি তার ভগ্নিপতির কাছে দিয়ে রাবেয়ার মোবাইলে উত্যক্ত করাতে থাকে,এরই পরিপেক্ষিতে গত ২২শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে আসামীরা অত্রালাকার আব্দুল হালিম ও মোঃ মামুন এর সম্মুখ হইতে রাবেয়া খাতুনকে মটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে ফয়জুল্লা মোল্লা বিভিন্ন যায়গায় তার মেয়ে কে খুঁজতে থাকে অবশেষে ব্যর্থ হয়ে থানায় ৪ জনের নামে একটি এজাহার করেন।
বিষয় টি “বেস্ট টিম সাতক্ষীরা” অত্যান্ত গুরুত্বের সাথে বিভিন্ন যায়গায় মেয়েটিকে উদ্ধার করতে তাদের টিমের অভিযান অব্যাহত রেখেছে।
পাশাপাশি সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)সহকারী পুলিশ সুপার জনাব ইলতুৎ মিস এবং সদর থানার অফিসার ইন চার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের নিকট “বেস্ট টিম”সাতক্ষীরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ওনারা সার্বিকভাবে এই ভিকটিম মেয়েটির উদ্ধারে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন এবং সেই লক্ষ্যে তারা কাজ ও করে যাচ্ছেন বিধায় “বেস্ট টিম সাতক্ষীরা” তাদেরকে বাহ্বা জানিয়েছেন।
“বেস্ট টিম সাতক্ষীরা” আজ সন্ধ্যা অবধি অপহৃত নাবালিকা রাবেয়া খাতুনকে উদ্ধার করতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে।