আব্দুল আহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মুজিব বর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল ওয়াহেদ স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা। বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন স্কুল মাঠে টুর্নামেন্টের এ উদ্বোধন করা হয়।
এ সময় আ’লীগ নেতা মুক্তার হোসেন, সমাজ সেবক রেজাউদ্দৌলা ববি, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, তাতী লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।