আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অপহৃত সপ্তম শ্রেণীর ছাত্রী সীমা রানী মিস্ত্রীকে উদ্ধার ও অপহরণকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন পালিত হয়।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র, স্বদেশ ও বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে মাননবন্ধন চলাকালে আমরাই পারি’ সংগঠণের চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ঠ বিহারী মণ্ডল, বাংলাদেশ মানবাাধিকার সংগঠণের সাতক্ষীরার শাখার সভাপতি অ্যাড. ওসমান গণি, সুনাম কমিটির সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, মাইনরিটি হিউম্যান রাইটস মিডিয়া ডিফেণ্ডার ফোরামের সাবেক সভাপতি সাংবাদিক রঘুনাথ খাঁ, অপহৃত সীমার বাবা স্বপন কুমার মিস্ত্রী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বরষার সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, যুব কমিটির নেতা মিলন বিশ্বাস, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, মানবাধিকার কর্মী ও সাবেক পৌর কাসন্সলর ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
বক্তারা বলেন, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তাম শ্রেণীর ছাত্রী সীমা রানী মিস্ত্রীকে গত বছরের পহেলা ডিসেম্বর প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে দক্ষিণ ফিংড়ি গ্রামের শেখ অহিদুল ইসলামের ছেলে বখাটে রায়হানও তার সহযোগীরা। রাতেই সীমাকে দেবহাটার কদবেলতলা থেকে উদ্ধার করার পর পরদিন থানায় মামলা করা হয় আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। এরপর থেকে অপহরণকারিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল সীমার বাবা ও তার পরিবারের সদস্যদের। মামলা তুলে নিতে অপারগতা প্রকাশ করায় ৭ ডিসেম্বর দুপুর একটার দিকে বিদ্যালয়ের বার্ষিক অংক পরীক্ষা শেষে রাস্তায় আসা মাত্রই রায়হানসহ তার সহযোগীরা তাকে আবারো অপহরণ করে। এরপর ৩১ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।