স্টাফ রিপোর্টার:
শুক্রবার বিকাল ৩ টায় বগুড়ার নন্দীগ্ৰাম বাসটেন্ অফিসের সামনে,
আজকের সংবাদ বিডি ডটকম’র প্রকাশক ও সম্পাদক এবং সার্বিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল গফুর, আজকের সংবাদ বিডি.কম এর স্টাফ রিপোর্টার ও দৈনিক স্বদের খবর নন্দীগ্ৰাম উপজেলা প্রতিনিধি
ও Rjf সংগঠন নন্দীগ্ৰাম উপজেলা কমিটির সদস্য আব্দুল আহাদ এর সাথে
অনানুষ্ঠানিক ভাবে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ।
এ সময় বিভিন্ন বিষয়ে নিয়ে একান্তে বেশ আন্তরিকতা পূর্ণ আলোচনা করেন ।