মেহেদী হাসান লিটন বিশেষ সংবাদদাতাঃ
সারাদেশের ন্যায় বগুড়ায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। শনিবার সকালে বগুড়া পৌরসভা কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া পৌরসভার মেয়র এ্যাড. এ কে এম মাহবুবুর রহমান,সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী,সদর উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ সামীর হোসেন মিশু,নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান,৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম,রোটারী ক্লাবের সেক্রেটারী শাহীন কাদির,পাষ্ট প্রেসিডেন্ট মোস্তাফিজার রহমান,আলোকিত বগুড়ার নির্বাহী প্রধান এ্যাড.ফেরদৌসী আক্তার রুনা সহ সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ। বগুড়ায় ১২৭ টি কেন্দ্রে ২৮০ জন কর্মী ২৭০১৮ জন শিশুদের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ।