দেলোয়ার হোসেন ভ্রাম্যমান
প্রতিনিধিঃ
১৯-০১-২০২০ ইং তারিখ রোজঃ রোববার বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত নতুন এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪,কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) ডাঃ সামির হোসেন (মিশু),কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হোলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. আউয়াল হোসেন তালুকদার প্রমূখ।