
আব্দুল আহাদ ,স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে ২৯ শে জানুয়ারি বুধবার বিকাল ৩ টায় দুর্নীতি বিরোধী ছাত্র-ছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম লুৎফনন্নেছা, নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার , সহকারী শিক্ষক নূরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানা ও সহকারী শিক্ষক মোঃ ফজর আলী লিটন প্রমুখ।
এতে নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।