আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস এর নেতৃত্বে এসআই রাজ কিশোর পাল,এসআই সুবীর কুমার পাল ,সংঙ্গীয় , এএসআই রবিউল ইসলাম, এএসআই বাবর আলী সহ ফোর্সের সহায়তায় কলারোয়া থানাধীন ৯ নং হেলাতলা ইউপি এর চেরাঘাট গ্রামস্থ জনৈক মোঃ আরিজুল ইসলাম, এর বাশ বাগানের উত্তর র্পুব কোন হইতে ধৃত আসামী ১। চেরাঘাট গ্রামের মৃত্যু আমিরুল ইসলাম এর ছেলে মোঃ মোকলেছুর রহমান(২৭),
এবং নিয়মিত মামলার ধৃত আসামী ২। পাঁচপোতা গ্রামের মৃত্যু আব্দুস সামাদ এর ছেলে মোঃ ইসমাইল হোসেন(২৫) ৩। চেরাঘাট গ্রামের নজের গাজীর ছেলে মোঃ জোহর আলী(৫৫) ও ৪। পাঁচপোতা গ্রামের ইজ্জত আলির ছেলে মোঃ নওশের আলী(৩৮),সর্ব থানা কলারোয়া,জেলা-সাতক্ষীরাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন।