আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা-খুলনা মহা সড়কে ট্রাক ও মটর সাইকেলের সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে পাটকেলঘাটা থানার ভৈরব নগর বঙ্গবন্ধু পেশাভিক্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে তিনি নিহত হন,
নিহত ব্যাক্তি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহিদুল্লাহ সানার ছেলে। তিনি পাটকেলঘাটার ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, মরদেহটি উদ্ধার করে হয়েছে তবে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় আটকের চেষ্টা চলছে।