
আব্দুল আহাদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে ২১ -২ -২০২০ ইং শুক্রবার মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে ।নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরির সকাল 9টায় র্যালী বের হয় ।
র্যালিটি নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আক্তার,
উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ শওকত কবির ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ একরামুল হক (সরকার ) নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাঃ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ আলী, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মী মোঃ সোহেল ,
নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো : নূরুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার মোছা: নাসরিন সুলতানা , নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের নেতা বিশিষ্টট সমাজসেবক, গোলাম মোস্তফা গামা , বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার , নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন ,নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাঃ সম্পাদক প্রভাষক জাকারিয় লিটন, , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ আলী, নন্দীগ্রাম সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ সহ বিভিন্ন কর্মকাণ্ডের মানুষ অংশগ্রহণ করেন ।