
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও তার সহযোগীদের হাতে প্রহৃত হয়েছেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আব্দুল মতিন। ঘটনার পর থেকে দুলাল মহন্ত পলাতক রয়েছেন। রবিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তকে খুঁজছে পুলিশ। তবে পুলিশ যুবলীগের দুইনেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃরা হলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন (৩৯) ও সদস্য প্রসান্ত কুমার।
জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ কনস্টেবল আব্দুল মতিন বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিস্কৃত সভাপতি দুলাল চন্দ্র মহন্ত মাতাল অব¯’ায় তার সহযোগীদের সাথে নিয়ে কন্সটেবল আব্দুল মতিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারিরিকভাবে লাঞ্চিত করেন। রাতেই পুলিশ দুলাল মহন্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। এ প্রসঙ্গে জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, এরআগে দুলাল চন্দ্র মহন্ত গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল। তার বহিস্কার এখনো প্রত্যাহার করা হয়নি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, এ ঘটনায় ভাইস চেয়ারম্যান দুলাল মহন্তসহ ৬ জনের নামে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা রয়েছে।