
আব্দুল আহাদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে মাদক, জঙ্গিবাদ, গুজব, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে সচেতনতামূলক ক্যাম্পইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র কামরুল হাসান জুয়েল, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, ভাইস চেয়ারম্যান শ্রাবণী আখতার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন প্রমূখ। এরপর উপজেলা ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধন করেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।