শাহজাহান আলীঃ শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতীস্হ এলাকায় রর্যাব অভিযান চালিয়ে ৪৮৭ বোতল ফেন্সিডিলসহ-২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
ক্রাইম প্রিভেনশল স্পেশালাইজড কোম্পানী র্যাব -১২ বগুড়ার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তওতে জানানো হয়, র্যাব -১২,সিপি, বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক দল সোমবার (২৪শে ফেব্রুয়ারী) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন আমতলীস্হ মীর সীমান্ত-দিগন্ত ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৮৭ বোতল ফেন্সিডিল,২টি মোবাইল,২টি সীমকাড এবং দিনাজপুর হতে ঢাকাগামী ঢাকা মেট্রো-ড-১১-৪২৭৫ রেজিস্টেশনের ১টি খালি ট্রাকসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা হলো, বগুড়া কাহালুর কালাই নওদাপাড়া এলাকার মোঃ নবির উদ্দিন ফকির এর ছেলে মোঃ শাহিন ফকির(২১) ও দিনাজপুরের নবাবগন্জ থানার পানকৃষ্ণপুর চবারহাট এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মোঃ সাগর আলী(২৪) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত-২ মাদক ব্যাবসায়ী দীর্ঘ দিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্হানে সরবরাহ করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।