নিরাপদ সড়ক চাই (নিসচা) bogra কমিটির সম্মানিত সদস্যদের এবং যাঁরা নতুনভাবে সদস্য হতে ইচ্ছুক তাঁদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, আসছে ২০২০-২০২১ নতুন নির্বাচিত কমিটিতে যে সকল সদস্য পূনরায় সদস্য হতে আগ্রহী সে সকল সদস্যকে নতুন করে #নিসচা# ফরম পূরণের মাধ্যমে সদস্য হওয়ার অনুরোধ করা হচ্ছে।
*#সদস্য_হওয়ার_নিয়ম*
নিসচা পরিবারের সম্মানিত সদস্য হতে হলে আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবেঃ
১। জাতীয় পরিচয়পত্রের/ জন্মসনদের অনুলিপি (ফটোকপি)।
২।পাসপোর্ট সাইজের সদ্যতোলা ২ কপি রঙিন ছবি জমা দিতে হবে।
৩।নিসচার সদস্য ফরম পূরণসহ স্বাক্ষর দিতে হবে।
৪।আইডি কার্ড বাবদ ২ বছরের (২০২০-২০২১) জন্য সদস্য ফি ৫০০/- ( পাঁচশত টাকা) জমা দিতে হবে।
উক্ত বিষয়ে যে সকল সদস্য আগ্রহী তাদেরকে এই সপ্তাহের 6 trek er মধ্য সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।