শাহজাহান আলীঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রথম বারের মতো ১মার্চ সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসানের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
জাতীয় বীমা দিবস উপলক্ষে সকালে শিবগঞ্জ সরকারি এম,এইচ, মহাবিদ্যালয়ে “বঙ্গবন্ধু সোনার বাংলা নির্মােন বীমার গুরুত্ব” শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার প্রশাসনের পশাপাশি ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেড,গনবীমা লাইফ ইন্সুরেন্স লিমিটেডসহ বেশ কিছু বীমা কোম্পানীর কর্মকর্তা – কর্মচারীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্্য়ালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে। বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ” বীমা দিবসে শপথ করি,নিরাপদ জীবন গড়ি” বিষয়ক উদ্বদ্ধকর সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর করিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা,শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান,ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর শিবগঞ্জ শাখার ইনচার্জ প্রভাষক ইমরান হোসেনসহ প্রমুখ। পরে সন্ধ্যায় শিবগঞ্জ বঙ্গআন্ধ স্কয়ারে বীমা সম্পকির্ত প্রামাণ্য চিএ প্রদর্শন করা হয়।