আব্দুল আহাদ, স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে বিধবা সুকুমারী রানীর সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে রহস্যজনক আগুনে।৪ ই মার্চ বুধবার বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার গুন্দইল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, বিধবা সুকুমারী রানীর ছেলে সন্তান না থাকায় মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ে জামাইকে তার বাড়িতেই রাখেন। বুধবার জামাই অমুল্য সিং বগুড়া শহরে যান। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজে যান। বিধবা সুকুমারী রানী প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যান। বিকেল সাড়ে চারটার দিকে তার বাড়িতে রহস্যজনক ভাবে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিধবা সুকুমারীর চারটি টিনের ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হয়।
এ ব্যাপারে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ বলেন, অগ্নিকাণ্ডে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।