শাহজাহান আলীঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নিচিন্তাপুুর উত্তর পাড়া গ্রামের দিন মজুর মাহবুবুর আলম এর ছেলে বিহার কলেজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর (প্রতিবন্ধী) মেধাবী ছাএ আজিজিুল ইসলাম সৈকত এর পাশে একটা হুইল চেয়ার নিয়ে দাড়িয়েছেন বগুড়া শাহজাহানপুর উপজেলার কৃতিসন্তান ও তুরস্ক পিএইচডি গবেষক চৌকস মেধাবী ছাএনেতা মোস্তফা ফয়সাল পারভেজ। উক্ত হুইল চেয়ার বিতরণের সময় উপস্হিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন প্রভাষক মাওলান আছির উদ্দিন,আতাউর রহমান, সাংবাদিক মোঃ ফারুক হোসাইন,সাংবাদিক দুলাল,সাব্বির,সাগর,গোলাম রব্বানী,কাওসার,সাকিল,জয়সহ অএ এলাকার সুধী শুভাকাঙ্ক্ষীসহ আরো অনেকে।