শাহজাহান আলী, শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি:
পর পর চারবার বগুড়া জেলা শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
জানা যায় ওসি মিজানুর রহমান শিবগঞ্জ থানায় যোগদান করার পর তিন বার পুরুস্কার গ্রহণ করেছেন।ধারাবাহিক ভাবে আবারও তিনি ৪র্থ বারেরও বগুড়া জেলা শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন।
রবিবার বগুড়া জেলা পুলিশ সুপার আআলী আশরাফ ভূঞা বিপিএম বার ওসি মিজানুর রহমানের হাতে শ্রষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলেদেন। এসময় উপস্হিত ছিলেন বগুড়া জেলা পুলিশের কর্মকর্তগন। এবিষয়ে জানতে চাইলে ওসি মিজানুর রহমান বলেন, এঅর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, শিবগঞ্জ থানার সকল কর্মকর্তাগন ও থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে। তিনি আরও বলেন শিবগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণের পর থেকেই সকলের সহযোগিতায় থানাকে মাদক,জঙ্গী ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইন – শৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্ত্রণ করেছি। ভবিষ্ৎতেও তা অব্যহত রাখতে আবারও সকলের সহযোগিতা কামনা করছি। তার এমন অর্জনে সন্তোষ প্রকাশ করছেন শিবগঞ্জ উপজেলার সাধারণ জনগণ।