দেলোয়ার হোসেন ভ্রাম্যমান প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ভাটারা ইউনিয়নে কুমিড়া গ্রামে শিক্ষিত যুব সমাজের উদ্দ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
কুমিড়া শিক্ষিত যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ শিহাব হোসেন,তিনি বলেন করোনা ভাইরাসের কারনে, যারা দিন এনে দিন খায়, গরীব অসহায় মানুষ, তারা বিপদে আছে। বিপদ মুহর্তে তাদের পাশে থাকতে চাই,এজন্য কুমিড়া শিক্ষিত যুব সমাজের পক্ষ থেকে চাল বিতরন করছি। তিনি আরও বলেন, যেকোন বিপদে সব সময় আমরা আপনাদের পাশে থাকবো এবং সবাইকে করোনা ভাইরাস মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অনুরোধ করছি।এই মহৎ কাজে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন কুমিড়া পন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও তার ছোট ভাই মহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন ভাটরা ইউ,পি সাবেক সদস্য আব্দুল মান্নান আকন্দ। শিক্ষিত যুব সমাজের পক্ষ থেকে আব্দুল্লাহ আল বাশার, ইয়ারুল ইসলাম, রাকিব, মেহেদী, সাদিক, রহমত, সৌরভ, শ্রমিক, তোহা, অন্তর প্রমুখ।