শাহজাহান আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার হত দরিদ্র ও ভ্যান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ খাদ্যসামগ্রী বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর,উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী,পৌর কাউন্সিলর আবু সাইদ, মোমিনুল ইসলাম প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরন কালে জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস সম্পর্কে আপনারা অবশ্যই অবগত রয়েছেন।আপনাদেরকে অবশ্যই ১৪দিন বাড়িতে অবস্থা করতে হবে। তবেই এ ভাইরাস থেকে আপনারা, আমরা মুক্তি পাবো।