দেলোয়ার হোসেন ভ্রাম্যমান প্রতিনিধিঃ বগুড়া নন্দীগ্রাম ভাটারা ইউনিয়নের কুমিড়া গ্রামের সিহাব হোসেন গরীব, অসহায় মানুষের জন্য কিছু করতে চায়।
সিহাব হোসেনকে এলাকার সবাই উপস্থাপক ও সমাজ সেবক হিসাবে চিনে,কারন সে বিভিন্ন অনু্ষ্ঠানে সুন্দর ভাবে উপস্থাপনা করেন।আর সমাজের বিভিন্ন স্তরের মানুষের সেবা করেন,তাই এলাকাবাসী তাকে সমাজসেবক বলে। শুধু তাই না এলাকায় তার জনপ্রিয়তা অনেক।এলাকার গরীব, অসহায় মানুষ তাকে বন্ধুও মনে করে।
পেশাই ছাত্র হলেও সমাজ সংস্কারক মূলক বিভিন্ন কাজের আয়োজন করেন।
তার সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন, ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছা গরীব অসহায় মানুষের জন্য কিছু করতে চাই।আমার যখন দুরন্ত শৈশব কৈশোর কেটেছে তখনই ভাবতাম আমার কুমিড়া গ্রামের গরীব অসহায় মানুষের জন্য কিছু করব। গরীব অসহায় মানুষের পাশে থাকতে চাই। সেটা রাজনৈতিক নেতা হয়ে নয়, সাধারণ মানুষ হয়ে তাদেরকে সাহায্য করতে চাই। আমার কুমিড়া গ্রামের মানুষ খুব সহজ সরল এবং অসহায়। এখনো অনেক কুসংস্কার আমাদের গ্রামে। তার কারণে আমরা কুমিড়া গ্রামের শিক্ষিত যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি।। তিনি আরো উল্লেখ করে বলেন আমার পড়াশোনা শেষ করতে আরো কিছুদিন সময় লাগবে, পড়াশোনা শেষ করে গরীব অসহায় মানুষের জন্য অনেক কিছু করার পরিকল্পনা আমাদের রয়েছে। গরীব অসহায় মানুষ চিকিৎসার জন্য বগুড়া আসলে আমরা তাদের পাশে দাঁড়াই এবং সার্বিক ও আর্থিক সাহায্য করে থাকি । আর এসব কর্মকান্ডে কুমিড়া গ্রামের সকল যুব সমাজ সবসময় সহযোগিতা করছে বলে উল্লেখ করেন। তাদেরকে সবসময় পাশে থাকার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া চান।