নিজস্ব প্রতিবেদক:
বগুড়া নন্দীগ্রাম ১নং বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম (নিসচা) কমী গফুর গরীব, অসহায় মানুষের জন্য কিছু করতে চায়।
গফুর কে -এলাকার সবাই গণমাধ্যম মানবাধিার ও নিসচা কমী হিসাবে চিনে,কারন সে বিভিন্ন সড়ক সমস্যা নিয়ে কাজ করেন।আর সমাজের বিভিন্ন স্তরের মানুষের সেবা করেন,তাই এলাকাবাসী তাকে নিসচা কমী বলে। শুধু তাই না এলাকায় তার জনপ্রিয়তা অনেক।এলাকার গরীব, অসহায় মানুষ তাকে বন্ধুও মনে করে।
পেশাই ছাত্র হলেও সমাজ সংস্কারক মূলক বিভিন্ন কাজের আয়োজন করেন।
তার সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন, ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছা গরীব অসহায় মানুষের জন্য কিছু করতে চাই।আমার যখন দুরন্ত শৈশব কৈশোর কেটেছে তখনই ভাবতাম আমার দাস গ্রামের গরীব অসহায় মানুষের জন্য কিছু করব। গরীব অসহায় মানুষের পাশে থাকতে চাই। সেটা রাজনৈতিক নেতা হয়ে নয়, সাধারণ মানুষ হয়ে তাদেরকে সাহায্য করতে চাই। আমার দাসগ্রাম গ্রামের মানুষ খুব সহজ সরল এবং অসহায়। এখনো অনেক কুসংস্কার আমাদের গ্রামে। তার কারণে আমরা দাস গ্রামের শিক্ষিত যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি।। তিনি আরো উল্লেখ করে বলেন আমার পড়াশোনা শেষ করতে আরো কিছুদিন সময় লাগবে, পড়াশোনা শেষ করে গরীব অসহায় মানুষের জন্য অনেক কিছু করার পরিকল্পনা আমাদের রয়েছে। গরীব অসহায় মানুষ চিকিৎসার জন্য বগুড়া আসলে আমরা তাদের পাশে দাঁড়াই এবং সার্বিক ও আর্থিক সাহায্য করে থাকি । আর এসব কর্মকান্ডে দাস গ্রামের সকল যুব সমাজ সবসময় সহযোগিতা করছে বলে উল্লেখ করেন। তাদেরকে সবসময় পাশে থাকার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া চান।
বতমান তিনি যে সব সংগঠন সহযোগিতা কাজ করেতেছে,,,,
দৈনিক অাজকের সংবাদ বিডি কমে প্রএিকা সম্পাদক ও প্রকাশক –
প্রতিষ্ঠাতা সভাপতি – জাতীয় মানবাধিার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি,
সভাপতি -সাবিক অান্তজাতিক মানবাধিার সংস্হা বগুড়া জেলা শাখা,
প্রচার সম্পাদক- ধুমপান মুক্ত বাংলাদেশ চাই বগুড়া জেলা শাখা,
কাযনিবাহী সদস্য- (নিসচা) বগুড়া জেলা শাখা,
সভাপতি -ধুমপান মুক্ত বাংলাদেশ চাই নন্দিগ্রাম উপজেলা শাখা।