খাইরুল ইসলাম, ব্যুরো প্রধান বগুড়া:ঘরে খাবার নেই। অন্যদিকে ঘর ছাড়লেই করোনা আতঙ্ক। দেশের এই চরম পরিস্থিতিতে সবচেয়ে অসহায় হতাশার জীবন পার করছেন খেটে খাওয়া দিনমজুর হতদরিদ্র মানুষ। যাদের প্রতিদিনের খাদ্য যোগান হতো প্রতিদিনের রোজগারে। বর্তমান করোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের এই উদ্বেগঘন মুহূর্তে খাদ্য যোগানে ব্যর্থ হচ্ছেন এসব হতদরিদ্র পরিবার। এমনই দিনমজুর হতদরিদ্র ১৫০ টি পরিবারের কাছে খাদ্য সহায়তা দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন “ওমেন্স ইম্পাওয়ারমেন্ট অফ বাংলাদেশ (WE)”সংগঠন।গতকাল বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে চিত্রিত বৃত্তের চেয়ার এ বসিয়ে সামাজিক দুরত্ব মেনে ১৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন “ওমেন্স ইম্পাওয়ারমেন্ট অফ বাংলাদেশ (WE)” সংগঠন। উক্ত বিতরণ কার্যক্রম সম্পাদিত করে বিডি ক্লিন বগুড়ার তত্বাবধানে। খাদ্য সামগ্রী তে ছিল আট কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক লিটার তেল, এক কেজি লবন, এক কেজি পিয়াজ কালোজিরা ও সাবান। প্যাকেজিং সহ সার্বিক সহযোগিতায় ছিল বিডি ক্লিন বগুড়ার সেচ্ছাসেবী সদস্যরা।এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন “ওমেন্স ইম্পাওয়ারমেন্ট অফ বাংলাদেশ (WE)” সংগঠনের চেয়ারম্যান উম্মে ফাতিমা লিসা। খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির মোকাবেলায় সচেতন থাকার পাশাপাশি দেশের
সর্বস্তরের সামর্থ্যবান মানুষদেরকে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।