দেলোয়ার হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে নন্দীগ্রামে সমাজসেবক হাফছা পারভীন ভাটরা ইউনিয়নে ভাগবজর,ভরতেতুলিয়া,বেলঘরিয়া,মনিনাগ, মাড়িয়া,বৃন্দাবন ও পন্ডিত পুকুর বাজারে মাস্ক বিতরন ও করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করেন।
মাস্ক বিতরণের সময় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নন্দিগ্রাম পৌর কমিটির সভাপতি হাফছা পারভিন বলেন,মাস্ক পরতে লজ্জা নাই, সবার মাঝে সচেতনতা চাই””।করোনার ভয়াবহতায় আতংকিত না হয়ে সচেতন হতে হবে।সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, আইন শৃংঙ্ঘলা মেনে চলতে হবে। যারা সমাজসেবক, জনপ্রতিনিধি আপনিরা সবসময় গরীব,অসহায়দের পাছে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নন্দিগ্রাম উপজেলা শাখা কমিটির সভাপতি তানসেন আলী মন্টু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নন্দিগ্রাম উপজেলা শাখা কমিটির সহ সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নন্দিগ্রাম উপজেলা শাখা কমিটির সদস্য ও সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন ও সাংবাদিক আবু তাহের প্রমুখ।