আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এর নির্দেশে আজ ২০ এপ্রিল-২০২০ রোজ রোববার সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়, সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ এলাকা, পলাশপোল খুলনা রোড মোড়, বাবুলিয়া বাজার, কদমতলা বাজার, মাধবকাটি মোড় সহ বিভিন্ন পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সরকারি আদেশ অমান্য করায় ১ জনকে অর্থদন্ড প্রদান করা হয়। নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহায়তা করুন, ঘরে থাকুন নিরাপদ ধাকুন মর্মে সকলের সচেতনতায় পরামর্শ দেয়া হয়। জনসেবায় এ অভিযান অব্যহত থাকবে।