খোরশেদ আলম কাজল,শিবগঞ্জ(বগুড়া) থেকেঃ বগুড়ার শিবগঞ্জে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া গরীব ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার।শিবগঞ্জ উপজেলার নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার বলেন, নিজ হাতে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত।তাছাড়া এটা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। সেই সাথে সকলকে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে গরীব ও অসহায়দের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।