
শাহজাহান আলী,শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী কিন্তু পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি এবং যারা এখন পর্যন্ত কোন ভাতার আওতায় আসেননি এমন প্রতিবন্ধীদের বড় একটি অংশ চলমান করোনা সংকটের কারনে নিদারুণ কষ্টে দিনযাপন করছে।। সমাজসেবা দপ্তরের সহযোগিতায় উপজেলার এরকম ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন ব্যক্তিই অভুক্ত থাকবেনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, অফিস সহকারী আনোয়ারুল ইসলাম, ফজলুল রহমান প্রমুখ।