প্রেস রিলিজঃ ১ মে মহান ‘মে দিবস’ উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি অবিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মহান মে দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তারা এসব কথা বলেন।
তারা বলেন, শ্রমিক শ্রেণীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আজও পুরোপুরি সফলতা লাভ করেনি। যার ফলে বিশ্বব্যাপী করোনাভাইরাসের এই মহামারীর সময়েও শ্রমিকশ্রেণী তাদের মজুরি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।
নেতৃদ্বয় বলেন, করোনা মোকাবিলায় লকডাউনের ফলে সবাই ঘরবন্দি। বিশ্বের কোটি কোটি শ্রমিক কাজে যেতে পারছে না। চাকরিচ্যুত হয়ছেন অনেকে। ফলে অনেকের পরিবার দু’বেলা দু’মুঠো অণ্ন যোগাতে হিমশিম খাচ্ছে। বর্তমানে শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত। কল-কারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে মালিক-শ্রমিক দ্বন্দ্ব এক ভয়াবহ রূপ লাভ করেছে। মাঝে মাঝেই শ্রমিকরা শোষণ, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ জানালেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি।
তারা বলেন, মে দিবস পালন তখনই সার্থক হবে, যখন দেশের শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা পাবেন। মালিকদের উপলব্ধি করতে হবে, শ্রমিকদের ঠকিয়ে শিল্পের মুনাফা আদায় বা অর্থনীতির বিকাশ নিশ্চিত করা যাবে না।