
শাহজাহান আলী, (শিবগঞ্জ) বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৮নং শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আলী আকন্দ পাঁচশত কর্মহীন পরিবারকে খাবার সহায়তা প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেদিনীপাড়া নিজ বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শিবগঞ্জ উপজেলা বিএনপি’র তত্ত্বাবধানে ও শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আলী আকন্দের সহযোগিতায় এ খাবার সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল ওয়ারেছ আলী আকন্দ, বিএনপি নেতা আলহাজ্ব ইউনুছ আলী আকন্দ, খলিলুর রহমান, সমাজ সেবক মন্টু, আব্দুর রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, বেলাল প্রমূখ। খাবার সহায়তা পেয়ে সকলে সন্তুষ্টিচিত্তে বাড়ি ফিরে যান।