দেলোয়ার হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রতিদিন দুই হাজার কর্মহীনদের মাঝে ইফতার বিতরণ করেন, বগুড়া জেলার সাবেক যুবদল নেতা,সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ রাজ্জাক সুমন।
গতকাল শনিবার(২মে ) দুপুরে, ইফতারের জন্য রান্না করা খিচুরি প্যাকেট করে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিত পুকুর বাজার,আঁচলতা,পাইকরকুড়ি,বৃন্দাবন বাজার,ভাগবজ বাজার,বেলঘরিয়া বাজার,মনিনাগগ্রাম ও মারিয়াগ্রাম সহ বিভিন্ন স্থানে বিতরণ করতে দেখা গেছে, বগুড়া জেলার সাবেক যুবদল নেতা,সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এমএ রাজ্জাক সুমনের পক্ষের নেতাকর্মীদের।
এ বিষয়ে সাবেক যুবদল নেতা,সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এমএ রাজ্জাক সুমনের সাথে কথা বললে তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারনে, সকল কিছু বন্ধ থাকায় দুই হাজার কর্মহীন ও অসহায়দের মাঝে প্রতিদিন নানা ধরনের রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। ‘সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার বিতরণ করা, আইন শৃঙ্ঘলা মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে নেতাকর্মীদের। আগামী ৩০ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা জিয়াউর রহমার,বিএনপি নেতা বেলাল,আত্তাব প্রমুখ।