আলামিন বিন আমজাদ,ফুলবাড়ী(দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামের খতিবুর রহমান এর ৭ বছরের শিশু সামিউল ইসলাম শাহকে গলাটিপে হত্যা করেছে একই গ্রামের আইয়ুব আলীর পুত্র রিপন শেখ (২৫)। ৬ মে আনুমানিক রাত ১০টায় গঙ্গা প্রসাদ গ্রামের সাইফুল ইসলাম এর ভুট্টা ক্ষেতের পাশে বালি চাপা দেওয়া অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানা পুলিশ।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই,এবং বালু চাপা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করি।ঐ দিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী রিপন শেখ কে গ্রেফতার করা হয়। ৭ মে সাকালে হত্যাকারী রিপন শেখ এর বিরুদ্ধে মামলা দায়ের করে কোটে প্রেরণ করা হয় যাহার মামলা নং ১ ধার ৩০২/২০১। এলাকাবাসীর কাছে থেকে জানা যায় ৭ বছরের শিশু সামিউল ইসলাম ৬ মে বিকেলে মাঠে খেলার সময় হত্যাকারী রিপন শেখ কে গালি দেয়। এই গালি দেওয়া কে কেন্দ্র করে রিপন শেখ শিশু সামিউল ইসলাম কে খোভের বশত গলা টিপে হত্যা করে বালি চাপা দিয়ে রাখে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। শিশু সামিউল হত্যার এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক বিচার দাবি করেছেন এলাকাবাসী।