
রাব্বিউল হাসান রমি ,বিশেষ প্রতিবেদক: উত্তরবঙ্গের কৃষক ও ব্যবসায়ীদের সুবিধায় বিশেষ পার্সেল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ ৯ই মে হতে পঞ্চগড়-দিনাজপুর-ঢাকা ও ঢাকা-দিনাজপুর-পঞ্চগড় রুটে বিশেষ পার্সেল ট্রেন চলাচল করবে । করোনায় পরিস্থিতিতে কৃষক ও ব্যবসায়ীরা যাতে স্বল্প খরচে তাদের কৃষি পণ্য ও অন্যান্য পণ্য রাজধানীতে সহজে পৌঁছাতে পারে তার জন্য রেলওয়ে বিভাগ বিশেষ পার্সেল-১ ও পার্সেল-২ ট্রেন চালু করেছে। মালামাল বুকিং এর ক্ষেত্রে কৃষক বা ব্যবসায়ীদের তাদের নিকটস্থ স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়া যেসব স্টেশনে স্টপেজ নেই সেসব স্টেশন থেকেও বুকিং দেয়া যাবে। সেক্ষেত্রে পূর্বেই স্টেশন মাস্টারকে জানাতে হবে। রেলওয়ে সূত্রে জানায়, ট্রেনটি পঞ্চগড় থেকে দুপুর ১:০০ টায় (শুক্রবার ছাড়া) ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে রাত ২:০০ টায় । আবার ঢাকা থেকে রাত ৪:০০ টায় (শনিবার ছাড়া) ছেড়ে আসবে এবং পঞ্চগড় পৌঁছাবে বিকেল ৫:০০ টায়।