
রাব্বিউল হাসান রমি,বিশেষ প্রতিবেদক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিনশিরা আর্দশ গ্রামে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে একজন গাজীপুর ও আরেকজন নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানায় কাজ করত বলে জানা গেছে।
শুক্রবার রাতে তাদের করোনা সংক্রমণ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে পাঁচবিবি উপজেলায় ৫ জন করোনা আক্রান্ত হলো।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে। সেখান থেকে শুক্রবার ১৭৯ জনের রিপোর্ট আসলে ১৭৭ টি নমুনা নেগেটিভ ও ২ টি নমুনা পজিটিভ আসে। শুক্রবার রাতেই আক্রান্তের একজনকে আক্কেলপুর উপজেলার গুপিনাথপুর আইসোলেশনে নেওয়া হলেও হাফিজুল নামের ব্যক্তিকে বাড়িতে না পাওয়ায় নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শহিদ হোসেন বলেন, গত পহেলা মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার রাতে আসা রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। রাতেই একজন আইসোলেশনে পাঠানো হলেও একজন বাড়ীতে না পাওয়ায় এ্যাম্বুলেন্স ফিরে আসে।