
রাব্বিউল হাসান রমি, বিশেষ প্রতিবেদকঃ জয়পুরহাটে করোনা জয় করে বাড়ি ফিরলেন চার জন করোনা আক্রান্ত রোগী। গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে চার জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এ সময় জেলা সিভিল সার্জন তাদেরকে ফুল দিয়ে বিদায় জানান।
তাঁরা হলেন, কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোখলেছুর রহমান ও ওবায়দুর রহমান এবং পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের হেলাল হোসেন ও আরিফ। তাঁরা আইসোলেশনে সেবাদানকারী সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন সেলিম মিঞা বলেন, করোনাকে ভয় না করে করোনা জয় করে বাড়ি ফিরছেন চার জন। করোনায় ভয় বা আতংকিত হওয়ার কিছু নেই।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল জেলায় প্রথম করোনা দুই জন রোগী শনাক্ত হয়।