আব্দুল আহাদ, নন্দীগ্রাম(বগুড়)থেকেঃ অনলাইন নিউজ পোর্টাল আজকের সংবাদ বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক,মানবাধিকার কর্মী গফুর আহমেদের একমাত্র ভাগ্নে মোঃ সাইমুন ইসলাম এর আজ ছিল প্রথম জন্মদিন।করোনা ভাইরাসের কারনে তেমন কোনো আয়োজন না করা হলেও দিনটি ঘরোয়াভাবে উদযাপন করা হয়। সাইমুন ইসলাম এর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয় এ সময় সবাই সমস্বরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।জন্মদিনের কেক কাটার মুহূর্তে তার পরিবাারে সদস্যরা উপস্থিত ছিলেন।
গতবছরের এই দিনে (১১মে) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামের রাসেদুল ইসলাম( জুয়ান)ও সাহিদা বিবির ঘর আলোকিত করে সাইমুন।