রবিউল ইসলাম রবি, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন। ১২মে (মঙ্গলবার) বিকাল ৩টায় উপজেলার বুড়িগঞ্জ ইউপির বিলহামলা হাফেজিয়া মাদ্রাসার মাঠে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পরা নিম্নবিত্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে ৫৭ ধাপে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজ্জাকুল ইসলাম রাজু। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ স্বেচ্ছাসেবক টিমের সদস্য রাসেল, সাইদুর রহমান, রনি, রায়হান, শাকিল। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মশিউর রহমান, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধরণ সম্পাদক উজ্জল হোসেন ডলার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাকিবুল আজাদ নিরব, ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদুজ্জামান বাবু প্রমূখ।