
আল আমিন বিন আমজাদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকেঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামকরণ করা হয়েছে বাংলাদেশর দেশের প্রথম করোনা যোদ্ধা ডা: মঈন উদ্দিন এর নামে।১৬ মে সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নামকরণের ফলক উন্মোচনসহ ভবনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর ৫ অসনের সংসদ সদস্য ফুলবাড়ী- পার্বতিপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক এসকে মোহাম্মদ আলী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃইব্রাহিম আলী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী প্রেসক্লাব এর সদস্য মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী প্রেসক্লাব এর সদস্য দৈনিক নবরাজ প্রতিনিধি মোঃ আল আমিন বিন আমজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল বলেন করোনা যোদ্ধা ডা: মঈনু উদ্দিন কে জাতি চিরদিন স্বরন রাখবে, তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইলো, তার স্বরনেই আজকে আমরা এই ভবনের নামকরণ করেছি যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তার কথা মনে রাখে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে করো করোনা যোদ্ধা ডা:মঈনু উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মা”আমেনা বালিকা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক মাওলানা মোঃ আল আমিন বিন আমজাদ।