
শাহজাহান আলী,বগুড়া থেকেঃ করোনায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। শনিবার বেলা ১২টায় বগুড়া শহরের ছিলিমপুর হোটেল নাজ গার্ডেন চত্বরে মালগ্রাম, ছিলিমপুর, হরিগাড়ী, চাপড়পাড়া ও ফুলতলা এলাকার ৩৫০ জন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ২কেজি আলু, ২কেজি পেঁয়াজ, ১কেজি চিনি, ১কেজি লবণ, তৈল, সেমাই, সাবান, দুধ ও নগদ অর্থ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী নাজ গার্ডেনের স্বত্বাধিকারী মো: শোকরানা। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন তাঁর বড় ভাই গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) শওকাত উল ইসলাম, ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাইফুর রহমান, ছোট বোন ডা: মোনোয়ারা বেগম ও পরিবারের সকল সদসব্যন্দ।