কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ প্রতিদিন বগুড়ার কাহালুর নারহট্র ইউনিয়নের
গ্রামে গ্রামে গিয়ে নিজস্ব অর্থায়নে অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কাহালু উপজেলা কমিটির সভাপতি, মেসার্স আলহাজ্ব রহিম টেড্রার্স এর প্রোপ্রাইটর ও নারহট্র ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান (কাজল), বিবিরপুকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. রুবেল হোসেন প্রমূখ। সম্ভাব্য নারহট্র ইউ পি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রহিম জানান, নারহট্র ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে অসহায় মানুষদের তালিকা করা হচ্ছে। যে গ্রামের যত অসহায় মানুষের তালিকা পাচ্ছি, সেই গ্রামে আমি নিজে গিয়ে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। তিনিও আরও জানান, নারহট্র ইউনিয়নে প্রায় ৫ হাজার অসহায় মানুষ রয়েছে। আমি প্রায় ৫ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিবো ইন্ধসঢ়;শা আল্লাহ। উল্লেখ্য যে, ঈদ উপহারে রয়েছে চাল, চিনি, দুধ ও লাচ্ছা সেমাই।