.
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশদিয়ে সকল ড্রেন অকেজো হওয়ায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে এ্যডিস মশা।
উত্তরবঙ্গের দিল্লি বলা হয় বগুড়া জেলার শেরপুর শহরকে। শেরপুরের বুকচিরে চলে গেছে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-বগুড়া মহাসরক। এই এশিয়ান হাইওয়ে থাকার কারনে এই উপজেলায় উন্নয়নের ছোয়া লেগেছে বেশ ভালোই।
তবে একটি সমস্যা বরাবরই চোখে পরার মত। এই উপজেলার পৌর এলাকার বেশিরভাগ ড্রেনই হয়ে আছে অকেজো। কোন কোন এলাকায় এর সংস্কার কাজ শুরু হলেও তা থেমে আছে দির্ঘদিন যাবৎ।
এদিকে শহর থেকে পানি বের নাহতে পারার কারণে কোন বৃষ্টিপাত ছারাই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আর বৃষ্টিপাত হলে তা এক বিশ্রি রুপ ধারণ করে।
এদিকে জলাবদ্ধতার কারণে নোংরা পানির দুর্গন্ধ দুষিত করছে পরিবেশ, যার কারণে বিপাকে পরতে হচ্ছে নগরবাসীকে।
আর অন্যদিকে এই জলাবদ্ধতা বর্তমান সময়ের বড় ঘাতক ডেঙ্গু ভাইরাসবাহী এ্যডিস মশার বংশবিস্তারের অন্যতম জায়গায় পরিনত হয়েছে। যার কারণে দিন দিন বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা।
এখানে ভুক্তভোগী নগরবাসীরা বলেন “যদি শহরের ড্রেনগুলো দ্রুত মেরামত বা বদ্ধ পানি বের করার ব্যবস্থা না হয় তাহলে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করবে।