শাহজাহান আলী,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক করোনায় কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।আজ শনিবার বেলা ১১ ঘটিকায় দলীয় কার্যালয় সংলগ্ন শিবগঞ্জ পৌরসভা সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৩ শতাধিক মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্যদ্রব্য গুলো হলোঃ আতব চাল,তেল, চিনি,লবণ, আটা, ডাল,আলু, লাউ, সেমাইসহ প্রভৃতি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম এ লতিফ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান শেখ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক ওবায়দুল হক স্বপন, সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক বলেন, সম্প্রতি মহামারী করোনা ভাইরাসের কারণে অনেক পরিবারের হয়তো ঈদ আনন্দে কাটবে না তাদের সাথে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষে আমার প্রচেষ্টা মাত্র। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রিয় শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জন সাধারণকে ঈদের শুভেচ্ছা এবং সেই সাথে পরিবারকে সাথে নিয়ে সকলের নিজ নিজ বাসায় অবস্থান করার আহবান জানিয়েছেন তিনি।