শাহজাহান আলী,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের আগে মোবাইল ব্যাংকিং পরিষেবা বিকাশে অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে অসহায় মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বগুড়ার শিবগঞ্জে ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান এসএম রূপমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে মঙ্গলবার (৭ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে– ‘সরকারি নিয়ম-নীতির ব্যত্যয় ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির ১৯৮ জন উপকারভোগীর কাছ থেকে বিবিধ ট্যাক্সের নামে ২৮০ টাকা হারে অর্থ আদায়ের অভিযোগে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রুপমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’
সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান এসএম রূপমকে পৃথক কারণ দর্শানো নোটিশে কেন চূড়ান্তভাবে তাকে পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাবপত্র এ চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়েছে।