(আজকের সংবাদ বিডি.কম) পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার (২৩ আগস্ট) মঠবাড়িয়া উপজেলার ৩নং মিরুখালি ইউনিয়ন ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ-সময় বিক্ষোভ মিছিলে অংশ নেন, আহম্মেদ আলিম, সাধারন সম্পাদক মিরুখালি স্কুল এন্ড কলেজ ছাত্রলীগ ও সাধারণ সম্পাদক, মানবিক সোসাইটি মিরুখালি শাখা, মেহেদী হাসান, ছাত্র নেতা ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ছত্র পরিষদ মঠবাড়িয়া উপজেলা শাখা, বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। সাম্প্রতিক মঠবাড়িয়ায় শুভ শীল এর উপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মূর্তজা বাদী হয়ে বুধবার (১৯ আগস্ট) ছাত্রলীগ সভাপতিসহ মঠবাড়িয়া থানায় ১৮ জনকে নাম উল্লেখসহ ও অজ্ঞাত ২০ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করে। উপজেলা ছাত্রলীগ সভাপতির অনুসারীদের দাবি, এই সন্ত্রাসী হামলায় তারা জড়িত নয় বরং এটা একটি উদ্যেশ্য প্রনোদিত রাজনৈতিক প্রতিহিংসার ফাঁদ। এসময় বিক্ষোভকারী ছাত্রলীগ কর্মীরা বলেন, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগকে নেতৃত্বশূন্য করতে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ছাত্রলীগের সভাপতিসহ দুই যুগ্ম সাধারণ সম্পাদক কে এই মামলায় জড়ানো হয়েছে, আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাই। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু জানান, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমি এবং আমাদের উপজেলা ছাত্রলীগের সাবেক দুই যুগ্ম সাধারন সম্পাদককে এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও অহেতুক ভাবে জড়ানো হয়েছে। সভাপতি আরও জানান, শুভ এর উপর প্রকৃত হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই আর আমাদের উপর যে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছে সেটির প্রত্যাহার চাই। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ রায়হান জানান, আমি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এ ঘটনায় সামান্যতম সম্পৃক্ততা আমার নেই, যারা আমাকে এই মিথ্যা মামলায় জড়িয়েছে তাদের বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম। তিনি আরও জানান, তদন্ত না করেই আমাদের এই মামলায় আসামি করা হয়েছে, এটা খুব দুঃখজনক! আমরা শুভ এর উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত চাই এবং অতি দ্রুত এই মামলা প্রত্যাহার করা হোক।
সর্বশেষ সংবাদ
- নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়নে ৫নং ওয়ার্ডে পুনঃ ভোটে বাবু ইউপি সদস্য নির্বাচিত
- নন্দীগ্রামে গাঁজা-হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার
- নন্দীগ্রামে গাঁজা-হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার
- রুল খারিজ, জুবাইদার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- বগুড়াতে বন্যায় পানিবন্দি ৩০ হাজারের অধিক পরিবার!
- কাহালুর পাইকড়ে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
- নন্দীগ্রাম রনবাঘা হাটের ইজারাদার প্রতিনিধিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা।
- বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এবার নিজেই সিলেট যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
- বগুড়া ডিবির মাদক বিরোধী অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- নন্দীগ্রামে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে মত বিনিময়
Check Also
বগুড়া ডিবির মাদক বিরোধী অভিযানে ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক …