এম এ মতিন,কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর যুবদলনেতা সাহিদুল ইসলাম এর মেয়ে সাদিয়া আকতারকে সরকারি আজিজুল হক কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বৃহস্পতিবার বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন এর আর্থিক অনুদান ছাত্রীর পিতাকে প্রদান করেন ছাত্রদলনেতা ফাহিম আহম্মেদ (সুমন)।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের অন্যতম সদস্য রাকিব ইমতিয়াজ (শাওন), কাহালুর ছাত্রদলনেতা মেহেদী হাসান হিমু, আবু জ্বর আল গোফারী, স্বাধীন, রিমন সহ অন্যান্য ছাত্রদলের নেতৃবৃন্দ।
সাদিয়া আকতার ২০২০ সালে এস এস সি পরীক্ষায় কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন।