কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার বগুড়ার কাহালুর মাষ্টারপাড়ায় সংস্থার কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাতীয় তৃনমূল প্রতিবন্ধী সংস্থার সহযোগিতায় এবং জাগরনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে ১ দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন
এবং নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরনী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি হারুন অর রশিদ। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, কাহালু সদর ইউ পি সদস্য রমজান আলী, বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ সাহিদুল ইসলাম খান, সমাজসেবক মাহবুর
রহমান, শাহজাহান আলী প্রমূখ। অংশগ্রহন করেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও কমিটির নেতৃবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহন করে মোট ৩২ জন নারী ও পুরুষ।
২