(বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়া -৪ (কাহালু -নন্দীগ্রাম ) আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন বগুড়া শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন কাহালু উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানকে দেখতে যান।
এসময় তিনি তাঁর চিকিৎসার খোঁজ নেন এবং তার আরোগ্য কামনা করেন। এ ছাড়া একই দিন তাঁর নির্বাচনী এলাকার জনসাধারন তার নন্দীগ্রাম উপজেলার গ্রামের বাড়ীতে তার সাথে সাক্ষাতের জন্য যান। কিন্তু তিনি মাঠের মধ্যে অবস্থান করায় সেখানেই তার সাথে তারা সাক্ষাত করেন ।
এসময় এমপি মোশারফ হোসেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করেন। এসময় তারা এমপির সহযোগিতা পেয়ে ধন্যবাদ জানান।