শাহজাহান আলী: শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন-২০২০ইং অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর (সোমবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট উচ্চ বিদ্যালয়ের হল রুমে কৃষকলীগের কর্মী সম্মেলন ইউনিন কৃষকলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক ও জাতীয় বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত পরিষদের সিনিয়র সহ-সভাপতি আজমল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কার ছিদ্দিক বিপুল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম ছামসুল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর মন্ডল, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম। এড়াও উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা ইমরানুল হক, জরিপ, ওবায়দুর রহমান, আনোয়ার হোসেন প্রমূখ। শেষে উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে পূনঃরায় মোঃ জাহিদুল ইসলামকে সভাপতি ও আবু জাফরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬১সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করেন।