নাজমুল মোড়ল, মাদারীপুর প্রতিনিধিঃ
“মুজিববর্ষের মুলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর জেলা পুলিশ কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
আজ শনিবার সকালে পুলিশ লাইন, ড্রিল শেড হলরুমে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।