নন্দিগ্রাম, (বগুড়া)প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গুলিয়া এম,এইচ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দুতলা ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন।
শনিবার বিকেলে প্রতিষ্ঠান চত্বরে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌস আলী মৃধার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, বিএনপি নেতা মো. আলেকজান্ডার, আলাউদ্দিন সরকার, শাহ আল হেলাল, বেলায়েত হোসেন আদর, ৩নং ভাটরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক রঙিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, উপজেলা যুবদল নেতা আব্দুর রউফ রুবেল, শফিউল আলম সুমন, পৌর যুবদল নেতা মেহেদী হাসান শাহীন, হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা, তারেক সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।