শাহজাহান আলীঃ শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু ও জলপাই গলায় আটকে অপর এক শিশুর মৃত্যুসহ ২শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার দূপুরে উপজেলার ধামাহার নাটমরিচাই গ্রামের জামুরহাট মাদ্রাসা শিক্ষক সোহেল রানা এর শিশু কন্যা নাজিফা (২) বাড়ির পার্শ্বে খেলা করার সময় সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মৃত দেহ উদ্ধার করা হয়। অপরদিকে উপজেলার বিহার ইউনিয়নের পনেরটিকা গ্রামে শ্বশুর রেজাউল করিম এর বাড়িতে সাঘাটা গাইবান্ধা এলাকার বিজিবি’র সদস্য কনক মিয়া, স্ত্রী মাধবী ও সন্তান তাসিন কে নিয়ে বেড়াতে আসেন । গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আট মাসের শিশু তাসিন জলপাই খেলে জলপাইটি তার গলায় আটকে যায়। এসময় তার বাবা-মা আত্মীয় স্বজনরা তাসনি এর গলা থেকে জলপাই বের করার চেষ্টা করে ও ডাক্তার এর নিকট আসার সময় জলাপাই আটকে শ্বাসনালী বন্ধ হয়ে রক্ত বের হয়ে তার মৃত্যু হয়। এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল শিশু ২টির মৃত্যু নিশ্চিত করেছেন।এই দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।